Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeবিনোদন‘ওইদিনই সব শেষ করে দিয়েছি’ — ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জনে মুখ খুললেন অপু...

‘ওইদিনই সব শেষ করে দিয়েছি’ — ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দুই দশকের অভিনয় জীবনে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তবে বর্তমানে তিনি আগের মতো পর্দায় নিয়মিত নন। তবুও তার ভক্ত-অনুরাগীর সংখ্যা কমেনি, বরং ব্যক্তিজীবন নিয়েই তাকে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। বিশেষ করে শাকিব খানের প্রথম স্ত্রী হিসেবে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

সম্প্রতি শাকিব খানের আমেরিকা সফরে প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। এ নিয়ে অনেকেই অপেক্ষা করছিলেন অপুর প্রতিক্রিয়ার জন্য। কিন্তু সেই সময় চুপ ছিলেন তিনি। ভক্তরা ভেবেছিলেন, হয়তো নীরবতার আড়ালে কষ্ট চেপে হাল ছেড়ে দিয়েছেন নায়িকা।

তবে সম্প্রতি এক পডকাস্টে অপু বিশ্বাস বিষয়টি পরিষ্কার করেন। তার ভাষায়, হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই সময় ব্যস্ততার কারণে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন না। তবে তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলেন। তিনি দেখলেও গুরুত্ব দেননি। অপুর কথায়, আমি ফেসবুকে খুব একটা থাকি না। তাই তখন পোস্ট করা হয়নি। পরে এডমিনরা কিছু ছবি পাঠায়, কিন্তু ওগুলো দেখে বিশেষ কিছু মনে হয়নি।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমি এখানে কাজ করতে এসেছি, কোনো অশোভন বা আমার ব্যক্তিত্বের বাইরে কিছু করতে আসিনি। অনেক বিষয় মানুষ শুরু করে, আবার শেষও করে মানুষই। আমি ওইদিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments