ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশন (কেপিকে) চাঁদাবাজির অভিযোগের তদন্তের অংশ হিসেবে উপ-জনশক্তিমন্ত্রী ইমানুয়েল এবেনেজারকে গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) কমিশনের ডেপুটি চেয়ারম্যান ফিতরোহ রোহচাহিয়ান্তো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রয়টার্সকে জানিয়েছেন, গ্রেপ্তারটি চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত তদন্তের কারণে। তবে তিনি অতিরিক্ত কোনো বিবরণ দেননি।
৫০ বছর বয়সী ইমানুয়েল এবেনেজার ২০২৪ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রশাসনের অধীনে জনশক্তি মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গেরিন্দ্রা পার্টির রাজনীতিবিদ। জনশক্তি মন্ত্রণালয় এখনও রয়টার্সের মন্তব্যের অনুরোধের কোনো উত্তর দেয়নি।
উল্লেখ্য, গত বছর বিশ্বব্যাপী দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে ইন্দোনেশিয়ার দুর্নীতির ধারণা সূচকে ১৮০টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে ছিল।