Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নিহত সাংবাদিক দম্পতির সন্তান মেঘের হাতে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার...

নিহত সাংবাদিক দম্পতির সন্তান মেঘের হাতে পূর্বাচলের জমির দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার মাধ্যমে

নিহত সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠার জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা দলিলটি মেঘের হাতে তুলে দেন।

সাগর সরওয়ার ২০০৪ সালে এই প্লটের জন্য আবেদন করেছিলেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও, আগের আওয়ামী লীগ সরকার প্লটটি পরিবারের কাছে হস্তান্তর করেনি। বর্তমানে উত্তরাধিকার সূত্রে প্লটের মালিক হয়েছেন সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে এবং আইনি ব্যবস্থার প্রতি আস্থা কমায়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দীর্ঘসূত্রিতা সুযোগে বহু আলামত নষ্ট হয়ে যেতে পারে, যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিশ্চিত করেছে।

এসময় মেঘ প্রধান উপদেষ্টাকে নিজের ডিজাইন করা একটি জার্সি এবং ব্যাগ উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments