Saturday, August 23, 2025
spot_imgspot_img
Homeবিনোদনডিবি হারুন-লায়লার যোগসাজশের অভিযোগে টিকটকার মামুনের বিস্ফোরক সাক্ষাৎকার আবার আলোচনায়

ডিবি হারুন-লায়লার যোগসাজশের অভিযোগে টিকটকার মামুনের বিস্ফোরক সাক্ষাৎকার আবার আলোচনায়


টিকটক তারকা মামুন, যিনি সম্প্রতি নারী পাচার ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছেন, তার আগের একটি বিস্ফোরক সাক্ষাৎকার আবারো প্রকাশ্যে এসেছে। সেই পুরোনো সাক্ষাৎকারে মামুন দাবি করেন, সাবেক ডিবি কর্মকর্তা হারুন নিজের প্রভাব খাটিয়ে যেসব মেয়েকে পছন্দ করতেন, তাদের সুযোগ করে দিতেন। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন লায়লা। মামুন বলেন, “লায়লা ছিল আমার সবচেয়ে ভরসার মানুষ, কিন্তু শেষ পর্যন্ত তার হাতেই আমি প্রতারিত হয়েছি।”

মামুনের অভিযোগ, একদিন ডিবি হারুন তাকে ডেকে বলেন, “তুমি অফিসে এসো, জরুরি কথা আছে।” পরে তিনি বুঝতে পারেন, এটি আসলে পূর্ব পরিকল্পিত একটি ফাঁদ। তার দাবি অনুযায়ী, গুলশানের একটি বাড়িতে একাধিকবার লায়লা ও হারুণের দেখা হতো, যেখানে মদপানের ঘটনাও ঘটত।

তিনি আরও বলেন, “ডিবি হারুণের যেসব মেয়েকে ভালো লাগত, সেগুলো লায়লাই ম্যানেজ করত। সবই ছিল ক্ষমতা, প্রভাব আর ব্যক্তিস্বার্থ ঘিরে গড়ে ওঠা একটি চক্র।” মামুন আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি এখন খুব ভীত। কীভাবে এই চক্র থেকে বের হবো, বুঝতে পারছি না। আপনারা সবাই আমাকে সাহায্য করুন।”

এই পুরোনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নেটিজেনরা আগের ঘটনাগুলো নতুনভাবে যাচাই করছেন এবং লায়লার সাম্প্রতিক অভিযোগের পাশাপাশি মামুনের বিরুদ্ধেও নতুন করে সমালোচনায় মুখর হচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments