আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের দাবি পূরণে ব্যর্থ সরকার: হাসনাত আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমলা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকার গণঅভ্যুত্থানে আহতদের দাবিগুলো পূরণ করতে পারেনি।
রবিবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভরত আহতদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, “এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা আছে, যে আমলারা আছেন, তারা এই বিপ্লবকে স্বীকারই করেন না।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হচ্ছে, যা হতাশাজনক। আমরা চাইছিলাম দেশ সুষ্ঠুভাবে চলুক, তাই সৎ উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তারা যে এত আমলা-নির্ভর হবেন, তা বুঝতে পারিনি।”
আহতদের মধ্যে বিভাজন এবং রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, “এনআইউতে (জাতীয় ইনস্টিটিউট অব অর্থোপেডিকস) প্রতিদিন ১০০ রোগীর মধ্যে ৪০-৫০ জন বাইরে যান, সারাদিন ঢাকায় ঘোরেন। এমনকি কেউ কেউ নিটোরের (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল) ক্যান্টিন চালান। আহতদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”
এর আগে, সোমবার দিনভর আগারগাঁও ও শ্যামলীর শিশুমেলার সামনে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা। পরে রাতে দাবি পূরণের আশ্বাসে তারা যমুনার সামনে থেকে সরে আসেন।
কেন গুরুত্বপূর্ণ এই খবর?
আহতদের ন্যায্য দাবি: সরকার এখনো তাদের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি।
আমলাতান্ত্রিক জটিলতা: প্রশাসনের ধীরগতির কারণে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না।
আন্দোলন অব্যাহত: আহতরা এখনো তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।