টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আজ সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়। এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা শেষ মোনাজাতের পর ইজতেমা মাঠ ছেড়েছেন।
দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন দেশের ২২টি জেলা, যার মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ, এবং বান্দরবান। এ ধাপে মোট ৪০টি খিত্তায় মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
বিশ্ব ইজতেমার মাঠে ইতোমধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি মুসল্লি উপস্থিত রয়েছেন। তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবকরা মাঠে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ময়লা-আবর্জনা পরিষ্কার করে মাঠ প্রস্তুত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মুসল্লিদের যাত্রা সুষ্ঠু করতে এবং তাদের ভোগান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। পুলিশ ফরেনটেন্টেই সাধারণ ডাইরি করার ব্যবস্থা করেছে যাতে কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে মুসল্লিরা সঠিকভাবে ব্যবস্থা নিতে পারেন।
এদিকে, তাবলীগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য মাঠ পুরোপুরি প্রস্তুত। এছাড়াও, ভারতের মাওলানা আহমেদ হোসাইন আজ সকাল ১০টা থেকে বয়ান করবেন