ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক হয়। এ সময় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, আগামীকাল রোববার (২৪ আগস্ট) দুপুর ২টায় ইসহাক দার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।