Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeবিনোদনযৌন হয়রানির শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিরোধের অভিজ্ঞতা শোনালেন ডেইজি শাহ

যৌন হয়রানির শিকার হয়ে ক্ষুব্ধ প্রতিরোধের অভিজ্ঞতা শোনালেন ডেইজি শাহ

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ ২০১৪ সালে সালমান খানের জয় হো ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন। এরপর বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করলেও এবার আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জীবনের দুটি যৌন হয়রানির ঘটনার কথা খোলাখুলি জানান।

প্রথম ঘটনাটি ঘটে তার নিজ শহর ডোম্বিভলিতে। সড়কে হাঁটার সময় এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎই তাকে অশোভনভাবে স্পর্শ করে দ্রুত সরে যায়। ভিড়ের কারণে কে এমনটা করেছে তা বুঝতে না পারলেও ডেইজি গভীর ক্ষোভ অনুভব করেন। তবে সেদিন প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি তিনি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে জয়পুরে, একটি চলচ্চিত্রের গানের শুটিং সেটে। ডেইজির ভাষায়—
“শুটিং হচ্ছিল একটি রাজকীয় মহলে। সেখানে প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পী ছিল। কাজ শেষে সবাই একসঙ্গে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে কেউ আমার নিতম্বে বাজেভাবে হাত দেয়। তখন এতটাই রেগে যাই যে পেছনে না তাকিয়ে যাকে পাই তাকেই ঘুষি মারতে থাকি।”

ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক স্থানীয় ব্যক্তি তাকে শাস্তির হুমকি দিলে ডেইজি সরাসরি প্রতিবাদ করেন। তিনি জানান—
“আমি তাকে মারি কারণ সে অসম্মানজনকভাবে কথা বলছিল এবং আমার নারী পরিচয়কে দুর্বলতা ভেবেছিল। আমি স্পষ্ট বলে দিই—সাহস থাকলে সামনে আসো, মুখ দেখাও, তারপর কিছু করার চেষ্টা করো।”

ডেইজি শাহকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মিস্ট্রি অব দ্য ট্যাটু ছবিতে। বর্তমানে তিনি নতুন কোনো প্রজেক্টে যুক্ত নন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments