রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন লেগেছে। রোববার (২৪ আগস্ট) ভোরে ড্রোন হামলার পর রাশিয়ার এই বৃহৎ পারমাণবিক কেন্দ্রের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে সংশ্লিষ্ট চুল্লির উৎপাদন ৫০% কমে গেছে।
প্রতিষ্ঠানটির টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, বর্তমানে কুরস্ক পারমাণবিক কেন্দ্রে ৩টি ইউনিট কার্যক্রমে রয়েছে। হামলার শিকার ইউনিটটিতে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। প্ল্যান্ট এবং আশেপাশের এলাকায় বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এ ঘটনার বিষয়ে জানাশোনা প্রকাশ করেছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, প্রতিটি পারমাণবিক স্থাপনাকে সর্বদা সুরক্ষিত রাখা জরুরি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত রাতে তারা ১৩টি অঞ্চলে ৯৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। কুরস্কের গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন সতর্ক করে বলেছেন, এমন হামলা পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও এই হামলার বিষয়ে মন্তব্য করেনি। কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার ১৯টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে এবং কুরস্ক শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে, ইউক্রেন সীমান্ত থেকে ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত।