Monday, August 25, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজামায়াতের বিরুদ্ধে কথা বলেছি, বলতেই থাকবো: ফজলুর রহমান”

জামায়াতের বিরুদ্ধে কথা বলেছি, বলতেই থাকবো: ফজলুর রহমান”

জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আলোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান। এসময় তার স্ত্রী ও সন্তানও উপস্থিত ছিলেন।

ফজলুর রহমান বলেন, “বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমি বর্তমানে গভীর শঙ্কায় আছি। নিজের জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত আমার স্ত্রী-সন্তানদের জন্য। আমি মৃত্যুকে ভয় করি না, তবে অস্বাভাবিক মৃত্যু আমার কাছে অপমানজনক।”

ছাত্রলীগের সাবেক সভাপতি আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলেছি এবং বলতেই থাকবো। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা অসম্মানিত মনে করে, তারা রাজনৈতিকভাবে এর জবাব দিতে পারে। চাইলে আমার বিরুদ্ধে মামলা করতে পারে, আমি আইনগতভাবে তার জবাব দেব। কিন্তু এ নিয়ে সহিংসতা, আমার বাড়ির সামনে মব করা বা হত্যা করার বিষয়টা অমানবিক।”

তিনি আরও বলেন, “আমি নিরাপত্তাহীনতা অনুভব করছি। তবে আমাকে হত্যা করলেও কোনো জিডি করবো না। যদি ছাত্রসমাজ বা তরুণ প্রজন্ম মনে করে আমার বক্তব্যে অন্যায় হয়েছে, তারা মামলা করুক, আদালতে বিচার হোক, প্রয়োজনে আমাকে কারাগারে পাঠাক।”

৫ আগস্টের ঘটনাকে ঘিরে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments