Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলানেইমার নেই ব্রাজিল স্কোয়াডে, ইনজুরির কারণে ব্যাখ্যা আনচেলত্তির

নেইমার নেই ব্রাজিল স্কোয়াডে, ইনজুরির কারণে ব্যাখ্যা আনচেলত্তির


প্রায় দুই বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমার চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচে এবং পারফরম্যান্সও ছিল সন্তোষজনক। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তিনি ব্রাজিল দলে সুযোগ পাবেন। কিন্তু চিলি ও বলিভিয়ার বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়নি।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ‘নেইমার গত সপ্তাহে হালকা চোট পেয়েছে। আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এই মুহূর্তে আমরা এমন ফুটবলারের প্রয়োজন, যিনি শতভাগ ফিট। নেইমারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়ে দলের জন্য সর্বোচ্চটা দিতে পারে।’

আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল স্কোয়াডে রয়েছেন:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা
রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি
মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা
আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments