ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ব্যালট পেপার পাঁচ পাতার হবে, আর হল সংসদের ব্যালট এক পাতার। তাই ভোটের পর গণনার সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমাদের মেশিন প্রতি ঘণ্টায় ৫-৬ হাজার ব্যালট স্ক্যান করতে পারে। কিন্তু কেন্দ্রীয় সংসদের প্রতিটি ব্যালট পাঁচ পাতার হওয়ায় ৬ হাজার ভোটে মোট ৩০ হাজার পৃষ্ঠা স্ক্যান করতে হবে। এর ফলে আনুমানিক অতিরিক্ত ৫ ঘণ্টা সময় লাগবে। তাই ফলাফল ঘোষণায় ধৈর্য ধরতে হবে।”
তিনি আরও জানান, যারা কেন্দ্রের বাইরে থাকবেন তারা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নয়, অনানুষ্ঠানিকভাবে ফলাফল জানতে পারবেন। তবে অফিসিয়ালি ফলাফল যেকোনো সময়েই ঘোষণা করা হবে।
এদিকে কয়েকজন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দাবি করেছেন, প্রার্থীদের হালনাগাদ ছবি ব্যালটে যুক্ত করা উচিত এবং একই সঙ্গে প্রচারণা ও পরীক্ষা চালানো সম্ভব হচ্ছে না। চিফ রিটার্নিং অফিসার জানান, পরীক্ষা চলাকালীন প্রচারণা চালানো সম্ভব নয়, দুই কার্যক্রম আলাদা সময়ে সম্পন্ন হবে।