Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরখুলনার নতুন জেলা প্রশাসক হলেন তৌফিকুর রহমান

খুলনার নতুন জেলা প্রশাসক হলেন তৌফিকুর রহমান


কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রায় ১১ মাস ধরে কুষ্টিয়ায় দায়িত্ব পালন করছেন তৌফিকুর রহমান। গত বছরের ৩০ অক্টোবর তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯২ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৩ সালে ইংল্যান্ড থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

খুলনায় বদলি প্রসঙ্গে তিনি জানান, কিছুক্ষণ আগেই বিষয়টি জেনেছেন এবং আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শেষ করেই দ্রুত খুলনায় যোগ দেবেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments