ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার দাম্পত্য জীবনের টানাপোড়েন বহুবার আলোচনায় এসেছে। বিচ্ছেদের পরও থামছে না তাদের ঘিরে বিতর্ক। সম্প্রতি ধনশ্রীর একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, ওই মন্তব্যের মাধ্যমে তিনি প্রাক্তন স্বামীকে খোঁচা দিয়েছেন।
সম্পর্ক ভাঙার পর ধনশ্রীর ওপর প্রতারণার অভিযোগ ওঠে। তবে তিনি জানান, প্রতারিত হয়েছেন তিনিই এবং সেটি বহু আগেই। বর্তমানে ছোটপর্দার নতুন শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ কাজ করছেন তিনি। সম্প্রতি প্রকাশিত শো-এর একটি প্রোমো ভিডিওতেই আসে তার সেই আলোচিত মন্তব্য।
প্রতিযোগীরা যখন ‘বিশ্বাস’ নিয়ে আলোচনা করছিলেন, হঠাৎ ধনশ্রী বলে ওঠেন— “বিশ্বাস তো অনেক দিন আগেই আমার ভেঙে গেছে।” এই উক্তির পরই জোর গুঞ্জন শুরু হয়, আসলে কি চাহালকেই উদ্দেশ্য করে এমন কথা বলেছেন তিনি!
বিচ্ছেদের পর ধনশ্রীকে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, সমালোচনা সহ্য করলেও সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তার বাবা-মা। ধনশ্রীর ভাষায়— “বাবা-মায়ের জন্য নিজেকে শক্ত রেখেছি। নেতিবাচক মন্তব্য উপেক্ষা করতে শিখেছি। কিন্তু সময়টা ছিল ভীষণ কঠিন।”
আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার দিনও আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলেন— “আগেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবু নিজেকে সামলাতে পারিনি। সবার সামনে হাউমাউ করে কেঁদেছিলাম। সেই সময়ের অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়।”