স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমিদস্যুদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না, এবং সবাইকে একত্রিত হয়ে তাদের প্রতিহত করতে হবে। তিনি মঙ্গলবার সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট হওয়া অস্ত্র ব্যবহার করে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, খালের পাড় যাতে দখল না হয়, সে জন্য ঢালাই কাজ করা হবে।
এর আগে জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলির সন্ধান প্রদানকারীদের পুরস্কৃত করা হবে। পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার, চায়না রাইফেলের জন্য ১ লাখ, এসএমজি-এর জন্য ১.৫ লাখ এবং এলএমজি-এর জন্য ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতি রাউন্ড গুলির জন্যও ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।