ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের এজিএস প্রার্থী আশিকুল হক রিফাতের বিরুদ্ধে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, যে রিফাত হলের অন্যান্য প্রার্থীদের বাধা দিচ্ছেন এবং তাদের ব্লাকমেইল করছেন।
অভিযুক্ত রিফাত এই অভিযোগকে ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন। তিনি সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং ‘আমাদের সময়’ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সোমবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন, “আমরা তথ্য পেয়েছি, স্যার এ এফ রহমান হলে রিফাত প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থীদের প্যানেলের প্রতি বাধা সৃষ্টি করছেন, বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং ব্লাকমেইল করছেন। আমরা নির্বাচন কমিশন ও হল প্রশাসনকে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।”
রিফাত বলেন, “ছাত্রদলের সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছে। আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে তারা এই অপপ্রচার চালাচ্ছে। আমি চাই, উত্থাপিত অভিযোগের যথাযথ প্রমাণ উপস্থাপন করা হোক। ২৪ ঘণ্টা পার হওয়া সত্ত্বেও এখনো কোনো প্রমাণ বা ক্ল্যারিফিকেশন পাওয়া যায়নি, এবং আবিদুল আমার ফোনও রিসিভ করেননি।”