কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় কাঁদা সেই সুধীর বাবু মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সুধীর বাবুর একটি ছবি ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যায়, চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের আমির হোসেনের জানাজায় তিনি একটি গাছের গুঁড়িতে বসে কাঁদছেন। আমির হোসেন ছিলেন সুধীর বাবুর বাল্যবন্ধু। সেই ছবি লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী শেয়ার করে লিখেছিলেন—“বন্ধুত্ব মানে না জাত-ধর্ম।”
স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা ও আড্ডা করে বড় হয়েছেন। বয়স বাড়ার পর দুজনই গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যস্ততার মাঝেও তারা সময় পেলে একসঙ্গে আড্ডা দিতেন ও অবসর সময় কাটাতেন।
মৃত্যুকালে সুধীর বাবু দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।