Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, প্রকাশের অপেক্ষা শিগগিরই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, প্রকাশের অপেক্ষা শিগগিরই

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে। বুধবার (২৭ আগস্ট) কমিশনের অনুমোদনের পর শিগগিরই রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-এক দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।”

এদিকে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কমিশনে শেষ দিনের শুনানি চলছে। সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসনের দাবি ও আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের শুনানি সম্পন্ন হয়।

এর আগে ৩০ জুলাই ইসি ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটে আসন কমিয়ে ৪টি থেকে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে ১০ আগস্টের মধ্যে ৮৩টি আসনের জন্য ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন কমিশনে জমা পড়ে। ২৪ আগস্ট থেকে চলা শুনানি আজ শেষ হচ্ছে।

শুনানি শেষে এই আবেদনগুলোর নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিকবার জানিয়েছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের তারিখ, রোডম্যাপ ও তফসিল প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, নির্বাচনের সময়সীমা ইতোমধ্যে নির্ধারিত হওয়ায় খুব শিগগিরই কমিশন তাদের অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments