Wednesday, August 27, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষআর চাপ সহ্য করতে পারলেন না ডলি কুমিল্লা দাউদকান্দিতে ঋণের কিস্তির চাপে...

আর চাপ সহ্য করতে পারলেন না ডলি কুমিল্লা দাউদকান্দিতে ঋণের কিস্তির চাপে ডলি আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

 মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম হাসানপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ডলি আক্তার পশ্চিম হাসানপুর এলাকার প্রবাসী মনির হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মনির হোসেনকে সৌদি আরব পাঠাতে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেন তারা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারায় পরিবারটি অচলাবস্থায় পড়ে যায়। প্রতি সপ্তাহে ৮ থেকে ১০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। এনজিওর লোকজন নিয়মিত বাড়িতে এসে চাপ দিতেন। এ অবস্থায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ডলি। অবশেষে চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। স্থানীয়রা জানান, পরিবারটি স্থানীয় বিভিন্ন মানুষ ও একাধিক এনজিও থেকে ১০ লাখ টাকার অধিক ঋণ গ্রহণ করে। বিশাল ঋণের কিস্তির চাপ ও সুদের বোঝা এখন গ্রামীণ জীবনে বড় এক আতঙ্কে পরিণত হয়েছে। ডলি আক্তারের মৃত্যু যেন সে চিত্রকেই আবারও সামনে নিয়ে এলো। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, পরিবারের দাবি অনুযায়ী ঋণের কিস্তি দিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments