বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে তারা উপস্থিত হয়ে ছাত্রদলের নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনটিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল চৌকিদার, সদস্যসচিব মো. ইমরান খানসহ উপজেলা ও কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ।
ছাত্রদলে যোগদানকারী প্রতিনিধিরা হলেন মো. নাসিম মাহমুদ, ইমামুল হাসান আশিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান। তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নীতিনিষ্ঠ সংগঠন। গণতন্ত্র, জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সবসময় দৃঢ় অবস্থান গ্রহণ করে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেও ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”