ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সহমর্মিতা জানাতে এবং রোজার সুন্নতকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে আজ (২৮ আগস্ট) বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম রোজা রাখছেন। এই উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার।
তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাক জানিয়েছে, গত শুক্রবার (২২ আগস্ট) তুরস্কে অনুষ্ঠিত সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি বলেন, “গাজার মানুষকে দখলদাররা ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রেখেছে। আজ আমরা রোজা রেখে তাদের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি।”
ইস্তাম্বুলে শুরু হওয়া সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ। এতে অংশ নেওয়া আলেমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা এবং মানবিক করিডোর খোলার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া মুসলিম উম্মাহকে গাজার জনগণের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ইসরায়েলের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে বিচার নিশ্চিত করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।