Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুলিশের অভিযানে লতিফ সিদ্দিকী আটক

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুলিশের অভিযানে লতিফ সিদ্দিকী আটক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ জানান, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই, পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।”

এর আগে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানিয়েছেন, “দল-মতের সব মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী এসেছেন, তবে কামাল হোসেন আসেননি। তখন ২০-২৫ জন যুবক এসে হৈচৈ শুরু করে আমাদের ঘিরে ফেলে, তবে কারও সঙ্গে হাতাহাতি হয়নি।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারের আওতায় আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান ঠেকানোর চেষ্টা করে। পুলিশ এডিসি হাফিজ আল আসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে ভাঙা একটি টেবিলও দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments