কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট তিন দিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আংশিক ট্রাফিক ডাইভারশন থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এই তথ্য সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকলেও অপর টিউব (‘আনোয়ারা থেকে পতেঙ্গা’) দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চলবে। রক্ষণাবেক্ষণ কাজের মধ্যে থাকবে জেট ফ্যান পরিষ্কার ও রোড মার্কিং।
এই সময় টানেলের উভয় প্রান্তে যাত্রীদের অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত হতে পারে। সেতু কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং নিরাপদ ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণ কাজে সহযোগিতা কামনা করেছে।