মাস তিনেক আগে পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন বাবা-মা হিসেবে তারা প্রথম সন্তানকে কেমন মানুষ করবেন, তা আগেই ঠিক করে রেখেছিলেন। যদিও এখনও সন্তানের নাম প্রকাশ করেননি, মাঝে মাঝে তাকে প্রকাশ্যে দেখান।
গত ১৬ আগস্ট পিয়ার জন্মদিনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দারুণভাবে দিনটি উদযাপন করেন। পুল পার্টিতে জলকেলির মাঝে গ্লাস হাতে মনোকিনিতে পোজ দিতে দেখা গেছে পিয়াকে।
নিত্যদিন তারকা দম্পতি নিন্দুকদের নজরে থাকেন। তবে তারা ‘কেয়ার নট’ মনোভাব নিয়ে পজিটিভ থাকার চেষ্টা করেন। সেই মনোভাবের প্রমাণ মেলে পিয়ার সোশ্যাল মিডিয়ার পোস্টে। পোস্টের ক্যাপশনে পিয়া লিখেছেন, “চল্লিশ বছর বয়সে একমাত্র জিনিস যা বিবর্ণ হয় তা হলো, ‘জাজ’ হওয়ার ভয়।”