আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পটুয়াখালীর বাউফলের বুশরা ইসলাম নাফিজা। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
গত ১৯ আগস্ট (মঙ্গলবার) ঢাকার গুলশানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হন। বুশরা ইসলাম পৌরসদরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকার হাফেজ মো. বেল্লাল হোসেনের কন্যা। তিনি বর্তমানে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছেন।
বুশরার বাবা হাফেজ মো. বেল্লাল হোসেন জানান, পরিবার প্রচারবিমুখ হলেও ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়েছে এবং সবাই তাকে প্রশংসায় ভাসাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আল্লাহর রহমতে এবার বুশরা আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় কাতারে অংশ নেবে। তিনি নিজেও বগী কর্পূরকাঠী মোহাম্মদিয়া হিফজ মাদ্রাসায় শিক্ষকতা করেন। কওমি শিক্ষা শেষ করে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পর তিনি কোরআন শিক্ষার সঙ্গে যুক্ত হন।
অন্যদিকে, বুশরার মা ফারজানা আক্তারও একজন হাফেজা এবং পৌরসদরের আলহেরা বালিকা হিফজ মাদ্রাসা পরিচালনা করছেন। মেয়ে বুশরা সেখান থেকেই কোরআন শিক্ষা নিয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষার জন্য পড়ছে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। পরিবারের অন্য দুই সন্তান হুজাইফা ও মো. তাজওয়ান। এর মধ্যে বুশরা সবার বড়। বাবা-মা ও স্বজনরা আশা করছেন, এবার আন্তর্জাতিক মঞ্চেও দেশের জন্য সাফল্য বয়ে আনবে সে।
কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় গত ২৭ আগস্ট জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ তাকে শুভেচ্ছা জানান। এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ছাত্রশিবির এবং জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বুশরার বাসায় গিয়ে তাকে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, “বুশরা শুধু কোরআন শিক্ষায় নয়, সাধারণ শিক্ষাতেও অত্যন্ত মেধাবী ও ভদ্র ছাত্রী। তার এই সাফল্য স্কুলের পাশাপাশি পুরো বাউফলের জন্য গর্বের।” স্কুলের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।