Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeবিনোদনঅবশেষে মুখ খুললেন সাবিলা নূর, জানালেন নীরব থাকার কারণ

অবশেষে মুখ খুললেন সাবিলা নূর, জানালেন নীরব থাকার কারণ

কিছুদিন আগে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন সাবিলা নূর, সিনেমার নাম ‘তাণ্ডব’। তবে সিনেমার প্রচারণামূলক বিভিন্ন ইভেন্টে সাবিলার উপস্থিতি নিয়ে নানা সমালোচনা হয়েছিল। অনেকের মন্তব্য ছিল—তিনি স্বতঃস্ফূর্ত ছিলেন না, এমনকি অহংকারে নাকি তার পা মাটিতে পড়ছিল না। আবার কারও প্রশ্ন ছিল—মাত্র একটি সিনেমা করেই এত গর্ব?

তাহলে আসলেই কেন সেই সময় নীরব ছিলেন সাবিলা নূর? অবশেষে প্রথমবারের মতো এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ৫ম পর্বে।

সেখানে বিশেষ অতিথি হয়ে সাবিলা জানিয়েছেন ২০১৭ সালের কথা, যখন তিনি মানসিকভাবে ভেঙে পড়ে দীর্ঘদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। পরে ফেরার পর আবার দ্বিগুণ উদ্যমে পড়াশোনা করে ভালো ফল অর্জন করেছিলেন। এ ছাড়াও তিনি শাকিব খানের সঙ্গে ক্যামেরার বাইরে কাজ করার কিছু অজানা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।

লেখালিখির দিকেও আগ্রহী সাবিলা নূর। গত বইমেলায় প্রকাশিত হয়েছিল তার লেখা ছোটগল্পের বই ভালোবাসা অতঃপর’। এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প— হৃদিকা, পারাপার এবং মুখোমুখি অন্ধকার

পডকাস্টে সাবিলা আরও জানান, তার মন ভালো থাকলেও কিংবা খারাপ থাকলেও তিনি কবিতা লেখেন। লেখালিখি নিয়েও ভবিষ্যতে বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তার।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ৩০ আগস্ট শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। জনপ্রিয় শোটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments