জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এ ঘোষণা দেন।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।
যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে মনোনয়ন পেয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে মনোনীত হয়েছেন আঞ্জুমান আরা ইকরা।
এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. জাবের হাসান এবং সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. তাওহিদুর রহমান খান।
সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার ও (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট এবং (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু। এছাড়া পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।
কার্যকরী সদস্য (নারী) হিসেবে নির্বাচিত হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা ও শায়লা সাবরীন নিঝুম। কার্যকরী সদস্য (পুরুষ) হিসেবে আছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান ও এ. এম. রাফিদুল্লাহ।
উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণও হবে।