Thursday, August 28, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিকারিগরি ছাত্র আন্দোলনের আল্টিমেটাম: হাসনাত ও সারজিসকে ক্ষমা চাইতে হবে

কারিগরি ছাত্র আন্দোলনের আল্টিমেটাম: হাসনাত ও সারজিসকে ক্ষমা চাইতে হবে

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংগঠনটির দপ্তর সম্পাদক (অস্থায়ী) সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এর সঙ্গে সমর্থন প্রকাশ করার সময় ‘কোটা’ শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের দাবিকে ন্যায়সংগত হিসেবে আখ্যায়িত করেছেন। কারিগরি ছাত্র আন্দোলন এই ধরনের বক্তব্যকে দায়িত্বহীন এবং অযৌক্তিক হিসেবে নিন্দা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদটি কোনো কোটা নয়, এটি বিশেষায়িত পদ। এ পদে যোগ্য হওয়ার একমাত্র শর্ত হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এটি ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনের মাধ্যমে প্রণীত।

সংগঠনটি জানায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি তারা প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী, টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণভাবে এনসিপি কে বর্জন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments