Sunday, April 27, 2025
spot_imgspot_img
Homeজাতীয়অনুমতি ছাড়া চট্টগ্রামে ভিড়েছে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা।

অনুমতি ছাড়া চট্টগ্রামে ভিড়েছে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা।

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম বন্দরের অনুমতি ছাড়া প্রবেশ করায় পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি ডলফিন-১৯’-কে ১০ লাখ টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ভিয়েতনামের মালিকানাধীন জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে আসার পর সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। জ্বালানি তেল সংগ্রহের সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কোস্টগার্ড জাহাজটি আটক করে।

বন্দর সূত্র জানায়, ১১,৬০০ টন মোলাসেস আমদানি করা এই জাহাজটির দৈর্ঘ্য ১৪৫.৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার। এটি মূলত মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। নিয়ম অনুযায়ী, বন্দরের জলসীমায় প্রবেশ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হয়।

বন্দরসচিব মো. ওমর ফারুক জানান, নিয়ম ভাঙার কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়, যা জাহাজ কর্তৃপক্ষ পরিশোধ করেছে। এরপর বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা দেয় জাহাজটি।

চট্টগ্রাম বন্দরের নিয়ম মেনে না চললে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments