Sunday, August 31, 2025
spot_imgspot_img
Homeজাতীয়স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়িয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও ছড়িয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয়ের কঠোর সতর্কবার্তা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ভুয়া বা এআই-নির্মিত অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচ্য অডিওটি প্রকৃতপক্ষে উপদেষ্টার কণ্ঠ নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে বিকৃতভাবে তৈরি করা হয়েছে। যেকোনো সচেতন ব্যক্তি, যিনি উপদেষ্টার আসল কণ্ঠস্বর চেনেন, সহজেই বুঝতে পারবেন এটি সম্পূর্ণ ভুয়া।

প্রায় ২৫ সেকেন্ড দীর্ঘ ওই ভুয়া অডিও রেকর্ডটি ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়েছে। এতে দেখা যায়, উপদেষ্টাকে নাকি ভিপি নুর সংক্রান্ত বিষয়ে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যাচ্ছে।

মন্ত্রণালয়ের দাবি, এ ধরনের মনগড়া অডিও রেকর্ড প্রচার করা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সমাজে গুজব ছড়াচ্ছে, যা আইন ও জনশৃঙ্খলার পরিপন্থি। এতে সাধারণ মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে।

একই সঙ্গে মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অডিও, ভিডিও বা যেকোনো প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments