Sunday, August 31, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকমাঝ আকাশে তীব্র ঝাঁকুনি: ৪৪ সেকেন্ডে ৪,৩০০ ফুট নেমে গেল বিমান, আহত...

মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি: ৪৪ সেকেন্ডে ৪,৩০০ ফুট নেমে গেল বিমান, আহত ২ যাত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন সংস্থা স্কাইওয়েস্টের একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ ৪৪ সেকেন্ডের মধ্যে ৪ হাজার ৩০০ ফুট নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এতে আহত হয়েছেন দুই যাত্রী, যাদের একজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায়।

সিএনএনের খবরে জানা যায়, কলোরাডোর অ্যাসপেন শহর থেকে টেক্সাসের হিউস্টনের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। উড়োজাহাজটি ৩৯ হাজার ফুট উচ্চতায় উঠার পর হঠাৎ তীব্র টার্বুলেন্সে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ৩৪ হাজার ৬৫০ ফুট উচ্চতায় নেমে আসে। তবে ২৮ সেকেন্ডের মধ্যে আবারও ৩৭ হাজার ৪৫০ ফুট উচ্চতায় ফিরে যায় বিমানটি।

প্রায় দেড় মিনিটের এই ওঠানামায় যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। আতঙ্কিত অবস্থায় পাইলটরা হিউস্টনে না গিয়ে টেক্সাসের অস্টিন বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। রাত ৮টার দিকে অবতরণের পর গুরুতর আহত এক যাত্রীকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এক বিবৃতিতে স্কাইওয়েস্ট জানিয়েছে, “আমাদের ফ্লাইট অস্টিনে নিরাপদে অবতরণ করেছে। যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।” সংস্থাটি আরও জানায়, বিমানের এ ঘটনায় কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের ধারণা, হঠাৎ বায়ুচাপের তারতম্য ও প্রতিকূল আবহাওয়ার কারণেই এই অস্বাভাবিক ওঠানামা ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments