Sunday, August 31, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলালেস্টারের জয়ে ইনজুরিতে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী

লেস্টারের জয়ে ইনজুরিতে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী

ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার জয়ের স্বাদ পেয়েছে হামজা দেওয়ান চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। বার্মিংহাম সিটিকে ২-০ গোলে হারালেও পায়ে আঘাত পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকাকে। তার ইনজুরি নিয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে হামজার ফেসবুক পোস্ট কিছুটা স্বস্তি দিতে পারে সমর্থকদের।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লেস্টার। মাত্র ৮ মিনিটে আবদুল ফাতাউ গোল করে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে বার্মিংহাম কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কিয়োগো ফুরুহাশির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ মুহূর্তে, ৮৮ মিনিটে রিকার্ডো ফেরেইরা গোল করে লেস্টারের জয় নিশ্চিত করেন।

ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষ বার্মিংহামের কেশি এন্ডারসনের সঙ্গে ধাক্কায় পায়ে আঘাত পান হামজা। কিছুটা খুঁড়িয়ে হাঁটার পর কোচ মার্টি সিফুয়েন্টস তাকে বদলি করে নামান রিকার্ডো পেরেইরাকে। এর আগে ম্যাচজুড়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স ও ট্যাকেল করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রতিপক্ষকে ফাউল করায় প্রথমার্ধেই হলুদ কার্ডও দেখেন তিনি।

হামজার ইনজুরি নিয়ে ইংলিশ গণমাধ্যমেও তেমন কিছু বলা হয়নি। তবে ম্যাচ শেষে ফেসবুকে কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বিরতিতে যাওয়ার আগে শেষটা দারুণভাবে হলো। আমাদের পারফরম্যান্সে সৃষ্ট প্রত্যাশা লড়াইয়ের মানসিকতা সবাই উপভোগ করেছেন।’

উল্লেখ্য, আসন্ন ফিফা উইন্ডোতে (৬ ও ৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। ঘোষিত দলে আছেন হামজা চৌধুরীও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments