Sunday, August 31, 2025
spot_imgspot_img
Homeজাতীয়গাজায় তীব্র সংঘাতে নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪

গাজায় তীব্র সংঘাতে নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে শনিবার থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তীব্র সংঘাত শুরু হয়েছে। সংঘাতের প্রথম দিনে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, ১১ জন আহত হয়েছেন এবং আরও ৪ সেনা নিখোঁজ রয়েছেন।

আনাদোলু এজেন্সি চ্যানেল আই২৪ ও জর্ডানের রোয়া নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানায়, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার নির্দেশে গাজা সিটির দিকে অগ্রসর হওয়া সেনারা হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন।

চ্যানেল আই২৪ এবং অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান অভিযানগুলোর মধ্যে এটি আইডিএফ ও আল-কাসাম ব্রিগেডের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘাত। তবে ইসরায়েলের সামরিক বাহিনী সংবাদমাধ্যমে হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আল-কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার আবু উবেইদা টেলিগ্রামে জানিয়েছে, “যারা ভুলে যায় তাদের আমরা স্মরণ করিয়ে দিই, মৃত্যু অথবা বন্দিদশা।” তিনি আরও উল্লেখ করেছেন, গাজার সংঘাতপূর্ণ এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি পূর্বের বন্দি ইসরায়েলি সেনারাও রয়েছে। তিনি সতর্ক করেছেন, কোনো ইসরায়েলি বন্দি নিহত হলে তার দায় সম্পূর্ণ ইসরায়েলি বাহিনীর ওপর বর্তাবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে গাজা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এবং অভিযান শুরুর আগে আইডিএফ গাজাকে ‘বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা’ ঘোষণা করেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments