সিরিজ জয় দিয়ে শুরু করার লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া মোবাইলেও খেলা দেখা যাবে, তবে এর জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে।
ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ এবার নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলছে। তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে টাইগাররা সরাসরি এশিয়া কাপ ২০২৫ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবে।
নেদারল্যান্ডসের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ, কারণ এটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য হচ্ছে। আগামী বিশ্বকাপ ভারতের এবং শ্রীলঙ্কার দুই দেশ মিলিয়ে অনুষ্ঠিত হবে। সিরিজের মাধ্যমে ডাচ ক্রিকেটাররা স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
পরিসংখ্যানে বাংলাদেশ এই দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ এগিয়ে আছে। এ পর্যন্ত পাঁচবার মুখোমুখি হওয়ার মধ্যে নেদারল্যান্ডস চারবার হেরেছে, জয় পেয়েছে মাত্র একবার।
অনলাইনে সিরিজ সরাসরি দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে যে কেউ মোবাইলে খেলা উপভোগ করতে পারবেন। ভারতের দর্শকরা ফ্যানকোডে খেলা দেখতে পারবেন, আর বিশ্বের অন্যান্য দেশের ভক্তরা টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন।