প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুরে অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক নির্ধারিত রয়েছে।
রোববার (৩১ আগস্ট) সিইসির একান্ত সচিব আশরাফুল আলম জানান, সোমবার দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ওই সময়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে গত বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে সেটি বাতিল করা হয়। গত বছরের ৫ আগস্টের পর এই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের জন্য মোট ২৪টি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে।