পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ও এপ্রিল) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির মুনাফা ৮১ শতাংশের বেশি কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার ব্যাংকের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের সংক্ষেপ প্রকাশ করেছে। এর আগে রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (EPS) ৪২ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে এটি ছিল ২ টাকা ২২ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৮১.০৮ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের বার্ষিক সাধারণ সভার (AGM) তারিখ এখনো ঘোষণা হয়নি; রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।
তথ্য অনুযায়ী, ২০২৪ হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা ছিল ৬৮ পয়সা, যা আগের বছরে ৩ টাকা ৯৫ পয়সা ছিল। অর্থাৎ গত বছর মুনাফা কমেছে ৮২.৭৮ শতাংশ।
বিগত সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ছাড়া অন্যগুলোর অবস্থার অবনতি ছিল উল্লেখযোগ্য। তবে ব্যাংকের নতুন নেতৃত্ব আস্তে আস্তে অবস্থার উন্নতি করছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ হিসাব বছরে শ্রেণিকৃত বিনিয়োগের বিপরীতে ৬৯,৭৭০ কোটি টাকার প্রভিশন ঘাটতি রেখেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। এই কারণে সামান্য হলেও ব্যাংক মুনাফা দেখাতে সক্ষম হয়েছে।