Wednesday, September 3, 2025
spot_imgspot_img
Homeজাতীয়এসএসসির ২০২৫ সালের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর থেকে

এসএসসির ২০২৫ সালের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর থেকে


২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নম্বরপত্র বিতরণ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে করা হবে।

নম্বরপত্র সংগ্রহের তারিখ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরের প্রতিষ্ঠান ৭ সেপ্টেম্বর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ ৮ সেপ্টেম্বর, গাজীপুর ও কিশোরগঞ্জ ৯ সেপ্টেম্বর, মাদারীপুর ও শরীয়তপুর ১০ সেপ্টেম্বর, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ ১১ সেপ্টেম্বর, নারায়ণগঞ্জ ও নরসিংদী ১৪ সেপ্টেম্বর এবং টাঙ্গাইল ও ঢাকা জেলার প্রতিষ্ঠান ১৫ সেপ্টেম্বর নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি এবং কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। উল্লেখিত কাগজপত্র ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল নম্বরপত্র দেওয়া হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments