কুমিল্লায় এক নৌকার মাঝিকে এখন ধানের শীষের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৬ বছর নৌকার হাল ধরা ব্যক্তিকে ধান কাটার দায়িত্ব দেওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে জেলার বিভিন্ন এলাকায়। বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে নৌকার হাল ধরা ব্যক্তিকেই ছাত্র বিষয়ক সম্পাদক করা হয়েছে।
গত ২৪ আগস্ট বুড়িচং উপজেলার বিএনপির সম্মেলনে প্রকাশিত কমিটির তালিকায় দেখা গেছে, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপিতে ১০ জনেরও বেশি আওয়ামী লীগ সমর্থক অন্তর্ভুক্ত রয়েছে। নবগঠিত কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়েছে আব্দুর রউফ ভূঁইয়াকে, যিনি নৌকা মার্কার ব্যানার ফেস্টুন বানিয়ে আওয়ামী লীগ-এমপিকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
স্থানীয় বিএনপি কর্মীরা জানিয়েছেন, পীরযাত্রাপুর ইউনিয়ন কমিটিতে যাদের ত্যাগের পরও অন্তর্ভুক্তি হয়নি, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি যুগ্ম সম্পাদক পদে রাখা হয়েছে সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সহ-সভাপতি আব্দুল হক, কৃষি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম এবং সদস্য জামাল হোসেন—যারা সবাই আওয়ামী ঘরানার। পীরযাত্রাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি করা হয়েছে আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জজুকে।
বিএনপি কর্মী সোলায়মান লিটন বলেন, “পীরযাত্রাপুর ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করা হয়েছে। এদের নির্বাচন এবং অন্তর্ভুক্তি নিয়ে ব্যাখ্যা প্রয়োজন।”
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “আমি এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানি না। যদি কেউ সুনির্দিষ্ট অভিযোগ করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। যারা ১৬ বছর দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন করা হয়েছে এবং হবে।”